অবশিষ্ট কিছু ধূসর কালো রঙ

শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০১৪

আরও কত ফুল ফোটার ছিল হাসিমাখা নতুন ভোরের প্রারম্ভে,
কত পাখির কণ্ঠে ছিল সুমধুর সুর ওঠেনি তা আর জেগে।
লৃতিকার লুপ্ত জালে দেখা যায় লুণ্ঠনের ছাপ,ছিন্ন ভিন্ন দেহ,
লাবণ্য নেই,নেই সতেজতা সবুজ ঝাউ বনের বুকে সেই আগের মত।
নিরব বিদ্বেষে বিদায় নিয়েছে বিধ্বস্ত সুখ তাই-সময় আজ বিধুর ,
বিতৃষ্ণ বক্ষ কাঁপে না আর, পড়ে থাকে নিরেট পাথরের মত ঠিক।
প্লাবিত আঁখিজল নিয়েছে শুষে ধুধুময় মুখের মরু প্রান্তর।
আজ ক্লান্তি নেই, নেই পরিপ্লুত সেই চোখ, সবই যেন পরিভ্রষ্ট ।
দেখি পঞ্জিকার পাতার পরিবর্তন সেই একই নিয়মে শুধু,
আর সবই নিয়মচুত্ত্য,বিশৃঙ্খল,বিপ্রতীপ-ধুলি ধূসর কাব্য।
বাড়ন্ত লতাগুলো শুকিয়ে গেছে,শুকিয়েছে জল,পদ্ম পাতারাও বিষণ্ণ,
আকাশের সব রঙ বৃষ্টিতে ধুয়ে গেছে, অবশিষ্ট কিছু ধূসর কালো রঙ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন