পলাতক ভালোবাসা

বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪

সুদূরে প্রসারিত হাত, হৃৎপিণ্ডে শুকনো পাতার মর্মর,
ঝড়ের বেগে বৃষ্টির আঁচড় লাগে তাই ক্ষত বিক্ষত হই।
বৃশ্চিক আঁখি শূন্যের পানে চেয়ে থাকে অপলক,
শুকনো বৃক্ষে ঝুলে থাকে মন একাকীত্বের অনুরোধে।
ঊর্ধ্বশ্বাসে ছুটে আসে স্মৃতি তাই স্বপ্ন হয় বিভীষিকা,
তবুও ময়ূরী মন মালা বদলের গল্প সাজায় ঘিঞ্জি পৃষ্ঠায়।

আশার বুনোহাঁস উড়ে যায় ফের, দুঃখ দিগন্তপ্রসারী,
পুরনো ক্যাকটাসে বিঁধে থাকে প্রশান্তির মায়াময় ঘুম।
রৌদ্র চিঠি হারিয়ে যায় মেঘেদের বিস্তৃত পদচারনায়,
নিশ্চিত আত্মসমর্পণ করে উড়োচিঠি, মেলে না উত্তর।
স্বচ্ছ আভা সরে যায় দূরে, চকচকে অশ্রু ঝরে চোখে,
নক্ষত্র বিলায় আলো, তবে তা ডেকে আনে অন্ধকার।

সহস্র অন্ধকার রাত্রি পেরিয়ে যায়, একে যায় ব্যথাতুর,
স্পর্শে সূর্য হারায় আলো, দুহাতে দেখি শুধু কৃষ্ণ রেখা।
কালের বিবর্ণ ছাপচিত্রেও দেখি আলো,তবে তা ক্ষণিকের,
নামে গাড় বেদনার চুইয়ে পড়া জল, কুয়াশার ঢল।
বিমূর্ত স্বপ্নের কাফনে ঢেকে যায় মন, সমস্ত সত্ত্বা,
বেরিয়ে আসে বুকের পাঁজর ভেঙ্গে অসমাপ্ত দীর্ঘশ্বাস।

জীবনের আধুলি কুড়িয়ে হেঁটে যাই, তবুও অনেক বাকি,
আধোঘুমে জেগে ওঠা সকাল আমাকে বলে পথের দূরত্ব।
শুভ্র শেফালি ছুঁয়ে দেখি অতৃপ্ত মালার অব্যক্ত আর্তনাদ,
ভালোবেসে আমি হেঁটে যাই, চিরতরের দুঃখ মাখা পথে।
রংধনু, নীলিমা আমাকে ভাবায়, তবু তা আজ উপেক্ষিত,
আমি অদ্ভুত চোখে চেয়ে থাকি ধুধুময় শূন্য পথের পানে।

ওড়ে শঙ্খচিল, ওড়ে দাঁড়কাক, ভবঘুরে হলুদ পাখির দল,
উড়ে যায় ভালোবাসা, পড়ে থাকে ছিন্ন পালক তার।
ক্ষুধার্ত চোখ-ব্যর্থ আকাঙ্ক্ষায় খোঁজে পলাতক ভালোবাসা,
অজস্র প্রদীপ শিখার আড়ালে খোঁজে মায়াময়ী প্রেম।
শ্বাসরোধী আবেগ খোঁজে বিশ্বাস, অব্যর্থ স্বপ্ন, কাঙ্খিত আশা,
তবুও বার বার জন্ম নেয় হতাসা, হারিয়ে যায় প্রেম-স্পর্শ।

চোখে আঁকা উড়ন্ত এক সাদা বকের ডানা

রবিবার, ১০ আগস্ট, ২০১৪

আমি দিকভ্রান্ত-
তুমি জেগে আছ চাতকীর মত ঐ দূর আকাশ সীমায়,
আকাঙ্ক্ষা, আক্ষেপ, হতাশার ছুটি কবে জানা নেই কারও-
শুধু চলেছি আমি, আর তুমি তাকিয়ে রও অপলক।

নিত্য বাতাসের লুকোচুরি দেখেছি আমি বেখেয়ালি মনে,
শুনেছি ঝরা পাতা, নক্ষত্র, শিশিরের বেদনাসিক্ত গান-
অলস মাটির করুণ তিয়াসি সুর,ঐ অরণ্যের হাহাকার ,
আমি দেখেছি পিচঢালা রাস্তায় দুঃখ, মলিন ল্যম্পপোস্ট-
ডানা ভাঙ্গা শালিকের বিষণ্ণ চোখে ভয়, বাঁচার আকুতি,
ধুলো মাখা পথে পড়ে থাকে স্মৃতির শৈশব,সুখ,স্বপ্ন,আশা।

আমি হেঁটে যাই-
চিরচেনা গলি ছাড়িয়ে অন্য পথে, অন্য জীবনের পানে-
যেখানে তুমি কিংবা তোমাদের কোন ছায়া নেই এতটুকুও,
নেই- অনুভবে অপ্রত্যাশিত আঘাতের কোন ক্ষত চিহ্ন।

নিদারুন কষ্টের রেখা ডিঙিয়ে আমি চলে যাব বিরতিহীন-
চলে যাব কোন এক বিচ্ছন্ন দ্বীপে, যেখানে কোন সূর্য নেই,
অন্ধকার সে দ্বীপে আলো দেবে নির্ঘুম জোনাকির দল -
নীল আলোয় ভরে যাবে চারিপাশ, উন্মুক্ত নীরব জলরাশি,
শুধু আমাকে ছোঁবে না জোনাকি, সে নীল আলোর রশ্মি-
কেননা আমার চোখে আঁকা উড়ন্ত এক সাদা বকের ডানা।