কিছু প্রশ্নের মুখোমুখি দাড়িয়ে

শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০১৪

এখনও মোছেনি রক্তের দাগ-
বারুদের গন্ধ লেগে আছে নাকে
বাতাসে মিশে আছে আর্তনাদ,সহস্র বিদায়ী বার্তা,
ভাঙ্গা ঘরের চাল এখনও ওঠেনি দাড়িয়ে-
এখনও ঘুমন্ত কলি ওঠেনি পুরো ফুটে,
তবে কেন ফের যুদ্ধের আহ্বান?
কেন মিছে পড়ে আছে সংবিধান,তত্ত্বকথা,জ্ঞান?
স্বাধীন ভূখণ্ডে কেন পরাধীনতার ব্যবচ্ছেদ?
কেন আজও রাজপথে ক্ষত বিক্ষত লাশ?
সীমান্তের কাঁটাতারে ঝুলন্ত মৃতদেহের নিশান,
কেন ফের হাহাকার,অরদ্ধ ক্রন্দনধ্বনি?
কেন বিবেকের অপমৃত্যু?

নতুন সূর্যোদয় ঢেকে যায় দানবী ছায়ায়,
কেন মুক্ত বলাকা নিয়ে যায় শোকের বার্তা?
শুকুনেরা হানা দেয় রক্তের ঘ্রানে-
রক্তপিপাসু হায়েনার চোখে হিংস্র লোলুপ দৃষ্টি,
কেন ক্রমেই শুকিয়ে যাচ্ছে ঘুমন্ত ফুলের প্রান?
ভোরের নির্মল শিশিরে কেন আজ মিশে থাকে রক্ত?
কেন মায়ের চোখে শঙ্কা?
কেন আজ বুক ভরা দীর্ঘশ্বাস?
কোথায় স্বাধীনতা ?

স্বরলিপির মনস্তাপে কাটে অষ্ট প্রহর-
লাঞ্ছিত আজ ভাষার বৈভব,স্বকীয়তা,
রক্তে ভেজা পতাকা আজ পদদলিত,
নিতান্ত অনিচ্ছায় স্বীকৃতি জ্ঞাপন,
কেন সত্য আজ মুমূর্ষ , কেন অন্যায় আজ চতুরাঙ্গি?
কেন এই অবক্ষয়?
কেন ধ্রুপদী আকাশে জমছে গুমোট কালো মেঘ?
কেন আজ বজ্জ্র নিনাদী সম্ভাষণ?
তবে কি এই ছিল চাওয়া?
নাকি সবই অদৃষ্টের অভিশাপ?

আজও অসহায় চোখের কোনে ক্ষুধিত অশ্রু,
এক টুকরো রুটির মাঝে বেঁচে থাকার মানে।
কেন আজও জীবন নিষিদ্ধ পারাপার?
দুখের দহনে হৃদয়ের বীভৎস রূপ,
কেন আজও ধর্ম বর্ণের বর্গীয় ব্যবধান?
কেন অর্থের মানদণ্ডে মানুষের পরিচয়?
কোথায় সাম্যবাদীতা ?
কোথায় অধিকার ?
কোথায় শিকল ভাঙ্গার গান?
গর্জে ওঠা প্রানের জাগরন ।


এখনও শুকিয়ে যায়নি পুরনো সেই ক্ষত,
ধর্ষিতা বোনের আঁচল এখনও ভেজা,
ম্রিয়মাণ আলোয় জ্বলে মলিন বদন-
এখনও অশ্রুতে ভেজা মৃত্তিকার উষ্ণ শরীর,
তবে কেন ফের অশ্রুর প্লাবন?
কেন জাগ্রত আজও কুৎসিত লালসা?
কেন মানুষ হয়ে মনুষ্যত্বকে বিসর্জন?
তবে কি হারিয়ে গেছে চেতনা?
মূল্যবোধ কি আজ অন্ধ,বধির,নাকি নিরেট পাথর?
কোথায় প্রান খোলা হাসির ফোয়ারা?

বার বার জ্বলে উঠে নিভে যায় ক্ষোভ-
অভিশাপের আগুনে পোড়ে মন,জ্বালা করে চোখ,
তবু পুরনো বিভীষিকা ফিরে আসে আবার
কেন ইতিহাস হয়ে যায় পরিহাস?
কেন যন্ত্রণা ভাগ্যলিপিতে বন্দী ?
সময় কেন আজ অযাচিত?
কেন নেই কোন পরিত্রাণ?
নেই প্রশান্তির পরাগে শুভ্র রেনু,
কিন্তু কেন ? কেন ?
কিছু প্রশ্নের মুখোমুখি দাড়িয়ে থাকি কেবলই-
কিন্তু প্রশ্নরা মিলিয়ে যায় শূন্যতায়…

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন