ভালোবাসা-সে তো মরিচিকা

শুক্রবার, ১০ জানুয়ারী, ২০১৪

কেটে গেছে কত বিনিদ্র প্রহর-
আজও নিস্তব্ধ আঁধারে জেগে থাকি
শীতল নির্লিপ্ত মগ্নতার অপেক্ষায়-
আঁধারের মায়াবী স্পর্শের তীব্র আকাঙ্ক্ষায় আর-
ভালোবাসার কোমল চাদরের একটুখানি আশ্রয় পেতে,
তবে তা কোন- উড় ভাবনায় নয়, সত্য প্রত্যয়ে ।

রাতের অন্ধকারে রাত জাগা তাঁরাদের আলোকিত উপন্যাসের মাঝে-
দেখতে চেয়েছিলাম তোমায় আমি,
কিন্তু, মিথ্যে অহমিকায় লুণ্ঠিত হয়েছে স্বপ্নগুলো
আজ-সপ্নহীন আঁধারে মুখ গুজে হারিয়ে যায় আমি ।
আলিঙ্গনের বাসনা আজ মিলিয়ে গেছে-
কোন এক অজানা বিষাদের স্রোতধারায় ।

মোহ থেকে ভ্রান্তিতে প্রত্যাবর্তন সেই প্রেমের,
বুকের কষ্টগুলো আজ কণ্ঠনালীতে এসে থেমে যায় -
তাই- আজ আমি নির্বাক ।
ভালোবাসা – সে তো মরিচিকা-
কখনও বা ভেসে ভেসে উড়ে যায় মেঘেদের দেশে,
আমি ছুঁতে পারিনি কখনও -
আজ শুধু অশ্রু ধারায় সিক্ত হয় মনের বালুচর ।।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন