দুখের বাউল সন্ন্যাসী

সোমবার, ৭ জুলাই, ২০১৪

[১]
আমি যে বাউল উদাসী মনে, সন্ন্যাসী সাধু ব্যথা-সুরা পানে-
আমি যে বিবাগী বৈরাগী ভব –তব আমি যে ফেরারি ভিখারি ,
চলতি পথে আমি সেথা যাই, দিবসও বেলার যেথা আলো নাই-
যেথা শুধু দুখ ঘোর অমানিশা -কালো আঁধারের অভিসারী ।

[২]
পরাজিত আমি গ্লানি সাথী মোর,আলোর মাঝেও আঁধারের ঘোর-
খুজে ফিরি আমি দুর্গম গিরি – ধুধু বালুচর, পারাবার,
নিখিল এ ভুবনে পথচারী বেশে,ঘুরি আমি চেনা অচেনা দেশে-
ঘুরি আমি দুখ অন্বেষণে-আজ খুলে যাক সব ব্যথা দ্বার ।

[৩]
ঐ অস্ত রবির শেষ আলো আমি, মহা আধারিত অন্তর্যামী-
জাগে চাঁদ তাঁরা সে আঁধারের মাঝে-আমি শুধু তা দেখি নাই,
করুন সুরের বেদনার বাঁশি,কানে এসে হয় গভীর তিয়াসি-
মিটাতে পারিনা সে প্রানের তিয়াসা-আমি যে একাকী অসহায়।

[৪]
খুজি নাকো আমি সুখ তরী ভবে,জীবন নদীর উথাল স্রোতে-
খুজি নাকো আমি সুখ নীড় কভু – এই নিবিড় নিকুঞ্জে,
খুজে চলি আমি ব্যথা ভরা নদী,কষ্টেরা যেথা চলে নিরবধি-
বেদনারা যেথা কূলে কূলে ভেড়ে – নীল দুখের তরেঙ্গে ।

[৫]
হেঁটে চলি আমি দু পায়ে চরিয়া,শত বাঁধার ঐ দেয়াল চিরিয়া-
পাড়ি দেই আমি বনভুমি, মরু – অস্থির জল,তল,
খুঁজে চলি আমি আঁধারে আঁধারে, তিক্ত রোদের বুকের পাঁজরে-
কষ্টের রেখা কোথা আছে আঁকা-কোথা আছে আঁখি জল।
-আংশিক প্রকাশ।

অন্য সমীকরণে দাড়ায় চলমান জীবন

রবিবার, ৬ জুলাই, ২০১৪

দোলাচল! যৌগিক জীবনে সত্য মিথ্যার দোলাচল,অকারণ দ্বন্দ্ব,
শোক-তাপ, আনন্দ-হাসির মিশ্র প্রতক্রিয়া-সংজ্ঞাহীন কাব্য।
জাগতিক সভ্যতা আর নির্বোধ ইচ্ছে চলে অন্য নিয়মে,ভ্রান্ত পথে-
আর অন্য সমীকরণে দাড়ায় চলমান জীবন-প্রাণময় খণ্ড গল্প।
তবুও চলছে জীবন, বেঁচে থাকার আকুলতা, সৃষ্ট স্বপ্ন-আশা,
ভগ্ন আশার পুরনো দেয়াল ধরে দাড়িয়ে থাকে প্রচেষ্টার ছায়ামূর্তি।
প্রদাহ বাড়ে স্পর্শকাতর অভ্যন্তরে নিষ্পেষিত সুখের মর্মকথায়,
দুচোখের গভীরে তাই আশ্রয় নেয় বোবা নক্ষত্র, মৃত প্রেমের ছায়া।
হয়তো আজ প্রতিষ্ঠিত-রঙের আঁচড়ে আঁধারিত জীবন ক্যানভাস-
তবুও-জীবন ঠিকই মেঘবর্ণ,ঘোলাটে জলের অন্তহীন মহাকাব্য।
অন্ধত্ববোধ চুরি করেছে আলো, চারিদিকে বেখায়ালি অন্ধকার,
অন্ধ আঁধারের কান্না ভিজিয়ে দেয় রঙ মাখা আলো, নতুন ভোর।