অধরা স্বপ্নের অনুকাব্য

শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০১৪

স্বপ্ন সপ্নই থেকে যায় ,ধরা যায় না তাকে -
ধরা ছোঁয়ার বাইরে ভিন্ন এক জগতে বসবাস তার ।
কৈশোরের স্বপ্নগুলো উড়ে গেছে দূরে বহু দূরে ফানুসের মত,
লাল নীল সহস্র স্বপ্নেরা আসে শুধুই মরিচিকা হয়ে ।

অঙ্গিকারের আয়নায় নিজের প্রতিবিম্ব পরাস্থ রুপে দেখা দেয়-
দেখা দেয় নিয়তির পরিহাস রুপেও ।
জানি অন্তর্জালে আছে স্বাধীনতা-তবে তা স্বপ্ন ছোঁয়ার নয়-
অক্ষমতার কাছে অসহায় মুক্ত হৃদয় ।

রোদে কিমবা বৃষ্টিতে ভেজার ইচ্ছেটা পূরণ হয়েছে সত্যি-
কিন্তু, ভোরের কুয়াশার শিশির হওয়ার স্বপ্নটা-
আজও সপ্নই থেকে গেছে ,তা হয়নি পূরণ ।
মেলতে পারেনি পাখা এই বাস্তবতার বৃহৎ আকাশে ।

জানি জীবন গল্প থেমে যাবে একদিন,থেমে যাবে পথ চলা -
শেষ হবে হাজারও বর্ণ-শব্দ-কথার খেলা ,
তবু, স্বপ্নের সাথে হবে না সন্ধি-হবে না স্পর্শ এক মুহূর্তও-
শুধু বিদায়ের ক্ষণে হাতছানি দিয়ে জানাব তাকে-
তুমি অধরা, অধরা-ই রয়ে গেলে ।।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন