একটি ধুলোমাখা রাস্তা...

শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৪

কোথায় সমান্তরাল সেই ধুলোমাখা রাস্তাটা?
যেখানে নক্ষত্রের ভাষায় কথা বলে শিশির, ঝরা পাতা।
অবোধ্য কত অন্ধকার রচে গেছে ধুলোর মহাকাব্য-
কত রোদ্দুর এসে খেলেছে, মেলেছে ডানা সমর্পিত ভঙ্গিতে।
স্বরচিত সুরে বাতাসের গীতি সমাহার, বুলবুলির চুপকথা-
ভেজা দূর্বাঘাস, যেখানে দাড়িয়ে দেখা যায় সীমান্তের আকাশ।  

ছায়া সুনিবিড় সবুজের মমতায় স্মৃতিও কোমল, প্রানবন্ত-
খেলা করে হলুদ প্রজাপতি, নিচে পুরনো পায়ের চিহ্ন।
একান্ত নীরবতা শুধু অশ্রু ভেজা হৃদয়ের নীলাভ ডানায়,
যে পথে নির্ভয়ে হেঁটে গেছে পিপিলিকা, সাদা পায়রার দল।
অব্যক্ত নিযুত কথামালা যেখানে বসে আছে প্রতীক্ষায়,
যেখানে নেই অজানা দিগন্ত, শঙ্কায় ভরা শুভ্র অনুভূতি।

মহাশূন্যসম শূন্যতা খুঁজে পাবে নীড় সবুজ চোখের আঙিনায়,
ভুপাতিত ঘুড়িও উড়ে যাবে একা,জলে ভাসবে সুতো ভরা নাটায়।
ক্ষণজন্মা পতঙ্গের সাথে খেলা করে মহাকাল হাতে নিয়ে ধুলোলিপি,
যেখানে দুঃখ নিরর্থক, অনাকাঙ্ক্ষিত কষ্ট বলে কিছু নেই।
কোথায় সমান্তরাল সেই ধুলোমাখা রাস্তাটা?
আমি খুঁজে ফিরি প্রতি ভোরে, অন্ধকারে- নিশ্চুপ একা।।


 

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন